শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন

গোটা বিশ্বের ভবিষ্যৎ স্থির করবে ইউক্রেন যুদ্ধ -জেলেনস্কি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২

এফএনএস বিদেশ: সিঙ্গাপুরে অনুষ্ঠিত এক এশীয় নিরাপত্তা সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি গত শনিবার বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধের ময়দানে এই বিশ্বের ভবিষ্যৎ ব্যবস্থা নির্ধারিত হবে। ’ভিডিও লিংকের মাধ্যমে সম্মেলনে যুক্ত হয়ে জেলেনস্কি বলেন, যুদ্ধের প্রথম দিকে রুশ নিয়ন্ত্রণে চলে যাওয়া এলাকাগুলো থেকে শত্র“পক্ষকে বিতাড়িত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। দনবাস অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর সেভেরোদোনেৎস্কের পরিস্থিতি তুলে ধরে জেলেনস্কি জানান, এ শহরসহ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় প্রতিরোধযুদ্ধ চালিয়ে যাচ্ছে তাঁর দেশের সেনারা। পশ্চিমা দেশগুলো ও তাদের এশীয় মিত্ররা ইউক্রেনে সহায়তা পাঠাচ্ছে উলে­খ করে তিনি বলেন, এসব দেশ যেন সহায়তা পাঠানো বন্ধ না করে। রাশিয়ার অবরোধের কারণে কৃষ্ণ সাগর ও আজভ সাগর সংলগ্ন ইউক্রেনীয় বন্দর দিয়ে খাদ্যশস্য রপ্তানি করা যাচ্ছে না- এ অভিযোগ তুলে ধরে জেলেনস্কি বলেন, ‘আমরা খাদ্যপণ্য রপ্তানি করতে না পারলে বিশ্ব মারাত্মক ও তীব্র খাদ্যসংকটে পড়বে এবং এশিয়া ও আফ্রিকার বহু দেশ দুর্ভিক্ষের শিকার হবে। ’ সূত্র : বিবিসি, এএফপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com