প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধিঃ কারিতাস খুলনা অঞ্চলের পক্ষ থেকে প্রতাপনগর ইউনিয়নের আম্ফান ইয়াস সহ বিভিন্ন দুর্যোগে বাস্তুচুত্য পরিবারের ছাত্র-ছাত্রীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বেলা ৩ টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদ হলরুমে কারিতাস খুলনা অঞ্চলের আইডিআরআর প্রকল্পের মাধ্যমে অত্র ইউনিয়নের জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে ক্ষতিগ্রস্থ অভ্যন্তরীন বাস্তুচ্যুত পরিবারের বিভিন্ন স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষার জন্য নগদ এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে ইউপি সদস্য রায়হানুজ্জামান প্রকল্প কর্মকর্তা ও কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান বলেন- এই অর্থ দিয়ে শিশুদের বই, খাতা, কলম পোশাক, পরীক্ষার ফি দিতে অনেকটা সহায়ক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। প্রতাপনগরের এই চরম সংকটাপন্ন সময়ে কারিতাসের এই উদ্দোগ সত্যিই প্রশংসনীয়। ইউনিয়নবাসির পক্ষে তিনি কারিতাসকে কৃতজ্ঞতা জানান। উলেখ্য ইউনিয়নের অভ্যন্তরীন বাস্তুচ্যুত ৫০ জন শিক্ষার্থীদের মাঝে নগত ২৫০০/- টাকা করে প্রদান করা হয়।