আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি সরকারি কলেজে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২২ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আশাশুনি সরকারি কলেজের আয়োজনে রবিবার সকাল ১১টায় এ উপলক্ষে কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ। প্রভাষক জাকির হোসেন ভুট্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম)। আলোচনা সভা শেষে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান এবং প্রস্তুতিমূলক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এসময় কলেজের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।