কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি গাজী জাহাঙ্গীর কবির। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য কামরুল ইসলাম, শাকির আহমেদ, বিশ্বজিৎ দাস, লাভলী ইয়াসমিন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিত্যানন্দ সরকার, বিদায়ী শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন প্রমূখ। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী পরীক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এর পূর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সংঙ্গীত, নাটক ও মোবাইল কারিশমা অনুষ্ঠিত হয়। মনোমুগ্ধকর নাটকটি রচনা ও দিক নির্দেশনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কনিকা সরকার। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দশম শ্রেণির শিক্ষার্থী রুবাইয়া সুলতানা। পরে মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা রায়হানুস সিদ্দিক।