বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

কলারোয়া সরকারি কলেজে কর্মবিরতি ও মানববন্ধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজ প্রশাসনিক ভবনের সামনে এক কর্ম বিরতি মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গফরগাঁও সরকারি কলেজ, ময়মনসিংহে সন্ত্রাসী হামলা, সরকারি সম্পত্তি ভাংচুর, ক্যাশ সেকশনের গুরুত্বপূর্ণ সরকারি দলিল ছিনতাই ও কলেজে কর্মরত কর্মকর্তাদের উপর হামলা ও অধ্যক্ষসহ বিভিন্ন কর্মকর্তাকে লাঞ্ছিত করার প্রতিবাদে সারাদেশের ন্যায় কলারোয়া সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা এ কর্ম বিরতি মানব বন্ধন পালন করে। রোববার (১২ জুন) বেলা ১১টার পরে এই মানববন্ধনে শিক্ষকরা বলেন,গত ০৮ জনু, ২০২২ তারিখে গফরগাঁও সরকারি কলেজ, ময়মনসিংহে সন্ত্রাসী হামলা, সরকারি সম্পত্তি ভাংচুর, ক্যাশ সেকশনের গুরুত্বপূর্ণ সরকারি দলিল ছিনতাই ও কলেজে কর্মরত কর্মকর্তাদের উপর হামলা ও অধ্যক্ষসহ বিভিন্ন কর্মকর্তাকে লাঞ্ছিত করার খবর বিভিন্ন সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হয়েছে। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি অবিলম্বে এই ঘটনায় দায়েরকৃত মামলার আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি করেছে। অন্যথায় শিক্ষা ক্যাডার কমকর্তাদের কর্মস্থলে নিরাপত্তার স্বার্থে সমিতি কঠোর কর্মসূচি ঘোষণা করবে। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, কলারোয়া সরকারি কলেজ ইউনিট তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে। উলে­খ্য, গফরগাঁও সরকারি কলেজ, ময়মনসিংহে অতীতে পরীক্ষার দায়িত্বে কর্মরত শিক্ষিকাকে ছুরিকাঘাতের মতো নৃশংস ঘটনাসহ অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দের উপর হামলা ও অপরাধমূলক ঘটনা ঘটেছে। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কলারোয়া সরকারি কলেজ ইউনিট এর সভাপতি অধ্যক্ষ প্রফেসর এস এম আনোয়ারুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে বলেন- এ সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় ঐ কলেজটিতে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই অপরাধমূলক ঘটনার আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে পরিস্থিতির উন্নয়নের ব্যবস্থা না করলে শিক্ষা ক্যাডারের সকল কর্মকর্তাকে এই কলেজ থেকে প্রত্যাহারসহ কঠোর কর্মসূচি ঘোষণা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com