স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহের গফগাঁও সরকারি কলেজে কর্মরত বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলা হুমকি সহ অসাদচারন করার প্রতিবাদে এবং কর্মস্থলে নিরাপত্তার দাবীতে গতকাল সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে বিসিএস ক্যাডার শিক্ষকরা মানববন্ধন করেছে একই ক্লাস বিরতি কর্মসূচি পালন করেছে। বিসিএস শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও কলেজ শাখার সভাপতি অধ্যাপক বাসুদেব বসু, উপাধ্যক্ষ ও কলেজ সহসভাপতি অধ্যাপক আবু হেনা মোস্তফা কামাল, সাধারন সম্পাদক সহযোগী অধ্যাপক মোঃ শফিকুর রহমান পরাগ, যুগ্ম সম্পাদক শরিফ-উল-আলম সহ অন্যান্য শিক্ষকগন, মানববন্ধন পরিচালনা করেন কলেজ শিক্ষকপর্ষদ সম্পাদক মোঃ আজিজুর রহমান, সহকর্মি শিক্ষকরা শিক্ষকের উপর হামলার নিন্দা জানান, এবং দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনার আহবান জানান। একজন বিসিএস শিক্ষক সন্ত্রাসী দ্বারা হামলার শিকার হবে এমনটি কোন ভাবে গ্রহনীয় নয়।