স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জমি জায়গা বিরোধের জের ধরে হামলায় আহত ব্যক্তির মৃত্যু অভিযুক্ত এক আসামীকে আটক করেছে সদর থানা পুলিশ। নিহত সদর উপজেলা কৈখালি গ্রামের মৃত এছেম আলি সরদারের পুত্র আনছার আলি ৫৫। গোলযোগের ঘটনাকে কেন্দ্র করে ঐ এলাকায় নিহতের পুত্র আমজাদ হোসেন, চাচা আলী হোসেন ও তার তিন পুত্র জুয়েল হোসেন, জুলফিকার আলী, রুবেল হোসেনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করে। মামলা সূত্রে জানাগেছে নিহতের বিনেরপোতা বাইপাস এলাকায় মৎস্য ঘের আছে ঐ ঘের নিয়ে আসামী ভাই ও ভাইপোদের সাথে দীর্ঘ দিন বিরোধ চলে আসছিল। গত ৯ই জুন রাতে নিহত আনছার ও তার পুত্র আঃ রাজ্জাক ঘেরের পাহারায় ছিল। আসামীরা ধারালো অস্ত্র, লোহার রড, বাশের লাঠি নিয়ে ঘেরে প্রবেশ করে এসময় ভাই আব্দুর রাজ্জাক কে আঘাত করলে গুরুতর জখম হয়। একই সাথে পিতা আনছারকে এলোপাতাড়ি মারপিট করে আহত করে। শুধু তাই নয় রাজ্জাকের কোমরে থাকা মাছ বিক্রয়ের টাকা ছিনিয়ে নেই। এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। আনছার আলীর অবস্থা অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়। সদর থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ কুমার ঘটনার সত্যতা স্বীকার করে দৃষ্টিপাতকে জানান এজাহার নামীয় প্রধান আসামী জুয়েল কে আটক করতে সক্ষম হয়েছে। বাকী আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।