স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর আ’লীগের সাংগঠনিক তদারকী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের অফিস রুমে সাংগঠনিক তদারকী কমিটির আহবায়ক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সাংগঠনিক তদারকী কমিটির সদস্য সচিব জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ¦ মো. নজরুল ইসলাম, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, নির্বাহী কমিটির সদস্য এসএম শওকত হোসেন, সদর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো. শাহ্জাহান আলী, পৌর আ’লীগের সাঃ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সদর উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান অসলে, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কহিনুর ইসলাম, শেখ মনিরুল হোসেন মাসুম প্রমুখ। সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক তদারকী কমিটির সভায় আগামী ২৩ জুন বাংলাদেশ আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ ও সফল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা এবং সদর ও পৌর আ’লীগের কমিটি গঠন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর আ’লীগের সাংগঠনিক তদারকী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।