স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশের অর্জন, অনন্য দৃষ্টান্ত, জাতির অহংকার, পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সক্ষমতার প্রতিক পদ্মা সেতুর উদ্বোধন করবেন। আর মাত্র ১২ দিন তার পর সেই মহেন্দ্রক্ষন, বিশ্বের বিস্ময় পদ্মা স্বপ্নের পদ্মা সেতুুর বাস্তব আলোক উজ্জ্বল রুপ দেখবে বিশ্ববাসি। প্রস্তুত বাংলাদেশ, সর্বত্র বইছে আনন্দ উৎসব আর উচ্ছ¡াসের বরতা, পদ্মা পারের আনন্দ উৎসব আর প্রাপ্তির ক্ষন দেশের প্রতিটি প্রান্তকে স্পর্শ করছে। দেশের অর্থনীতি, যাতায়াত আর যোগাযোগ ব্যবস্থার পুরধা হবে পদ্মা সেতু, দেশের দক্ষিন পশ্চিমা অঞ্চলের জেলাগুলো প্রাণ ফিরে পেয়েছে। সর্বত্র চলছে কাঙ্খিত পদ্মা সেতুকে স্বাগত জানানোর উৎসব, বিশ্ব দেখছে, বাংলাদেশ পারে এবং পেরেছে। দেশের অন্যান্য জেলার ন্যায় সাতক্ষীরাও এই বিস্ময়কর সেতুর সুফলভোগী।