কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় সতেজ বিডি হারবাল মেডিসিন, প্রাথমিক শিক্ষা ও অর্গানিক কৃষি শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকাল ৩টার দিকে কলারোয়া উপজেলা রিসোর্স সেন্টারের হল রুমে এই হারবাল মেডিসিন শিক্ষা বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষনা করেন কলারোয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসমত আরা বেগম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর অশোক কুমার বিশ্বাস। উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কে এম আনিছুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, সরদার জিলুর, সাংবাদিক সরদার ইমরান হোসেন। উপস্থিত ছিলেন সতেজ বিডি পরিচালক মো. মাহবুবুল হক, ম্যানেজার মো.আলতাফ হোসেন, সুপার ভাইজার হাসানুজ্জামান, আলমগীর কবির, রায়হান হোসেন ও এক মাস মেয়াদি ৪০ জন প্রশিক্ষণার্থী।