আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে দলিত পরিবারের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দলিত পরিষদের আয়োজনে স্বাস্থ্য ও শিক্ষা শক্তিশালী করণ প্রকল্পের আওতায় এ অর্থ সহায়তা প্রদান করা হয়। এফএডিভি এর অর্থায়নে সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু সেলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, প্রকল্প ব্যবস্থাপক নিরঞ্জণ বর্মন। অনুষ্ঠানে উপজেলার দলিত পরিবারের ১৭জন পরীক্ষার্থীকে বিকাশের মাধ্যমে ১৫শত ৫০টাকা করে সহায়তা প্রদান করা হয়।