আবু জাফর সিদ্দিক রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি:- সাতক্ষীরা শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মানিকখালী সরঃ প্রাথঃ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে,বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ,প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯ টা থেকে বিকাল চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এসময় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুন, উপস্থিত ছিলেন ইউ ,পি সদস্য, মোঃ আব্দুস সালাম। এখানে রমজান নগর ইউনিয়নের ১৫ টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা ও সাংবাদিক, ছাত্র অভিভাবক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ , সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শামসুর রহমান মিলন।