স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় গাছ লাগানো মৌসুম-২০২২ কর্মসূচী উদ্বোধন হয়েছে। পরিবেশ, প্রতিরোধ বাঁচাতে পরিবেশ বান্ধব গাছ লাগাই এই শ্লোগানকে সামনে নিয়ে পরিবেশ ফোরাম বাংলাদেশ ৮৮ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে গতকাল দুপুরে সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের হোস্টেলে গাছ লাগানো কর্মসূচী উদ্বোধন করেন প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু। পরিবেশ ফোরাম বাংলাদেশ ৮৮ সাতক্ষীরা জেলা প্যানেলের কো অর্ডিনেটর কাজী কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মো: আজিজুর রহমান, হোস্টেল সুপার আয়শা সিদ্দিক প্রমুখ। এছাড়া কলেজের হোস্টেলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।