শিবপুর প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের ৭টি মাদ্রাসা ও ৩টি হাই স্কুলের এসএসসি ও দাখিল পরিক্ষার্থীদের ইউনিয়ন পরিষদের উদ্যোগে চেয়ারম্যান মোঃ কবির হোসেন মিলনের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজা রশিদ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার ফাতেমা তুজ-জোহরা,শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হবি, সাধারন সম্পাদক তাপস আচ্যার্য, আগরদাঁড়ী ইউনিয়নের সকল স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষকগন।