স্টাফ রিপোর্টার ঃ আর মাত্র আট দিন, গুনে গুনে ৮ দিন পর ২৫ জানুয়ারী বিশ্বের অন্যতম আলোচিত এবং বিশ্বের বিস্ময় পদ্মা সেতুর শুভ উদ্বোধন। বাংলাদেশের সক্ষমতার প্রতিক, এই জাতির মর্যাদার ধন, মর্যাদার প্রতিমুখ পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের মহাক্ষন প্রত্যক্ষ করতে কেবল মাত্র পদ্মা পারের জন সাধারনের মাঝে আনন্দ স্রোত বইছে তা নয় পুরো দেশ উৎসবের কাতারে। আমাদের অহংকার এই সেতু আর তাই বিশ্বের দেশে দেশে বাংলাদেশ নতুন ভাবে আলোচিত এবং আলোকিত হচ্ছে। দেশের অর্থনীতির, ব্যবসা বাণিজ্যের জন্য চাই সহজ লভ্য যাতায়াত ব্যবস্থা, স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রুপ নিতে চলেছে যা আমাদের দেশকে অনেক অনেক উচ্চতায় নিয়েছে। সাতক্ষীরা সহ ২১ জেলার জন্য আমাদের সম্মান আর মর্যাদার প্রতিক পদ্মা সেতু বিশেষ প্রভাব বিস্তর করবে। ব্যবসা বাণিজ্যের নতুন ধারা প্রবাহিত হবে। বাংলাদেশ একদা সেতু সহ সড়ক ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের লক্ষে আন্তর্জাতিক সাহায্য সংস্থা গুলোর উপর নির্ভরশীল থাকলেও বিশ্বের বিস্ময় পদ্মা সেতু নির্মিত হয়েছে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে। আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল কোন ধরনের শর্ত নয়, দেশকে অসম্মান অপরিস্থিতির মাঝে নিক্ষেপ নয় প্রয়োজনে আমরা আমােেদর নিজস্ব অর্থ দিয়ে পদ্মা সেতু নির্মান করবো। আর সেটাই সম্ভব করলেন জাতির জনকের কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু বিশ্ব বাসির জন্যও বিশেষ বিস্ময়ের।