রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

তৃতীয় বিমানবাহী রণতরী সাগরে ভাসাল চীন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৮ জুন, ২০২২

এফএনএস বিদেশ : চীন গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার তৃতীয় বিমানবাহী রণতরী সাগরে ভাসিয়েছে। এর নাম রাখা হয়েছে ফুজিয়ান। সাংহাইয়ে চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশন শিপিয়ার্ডে এটি ২০১৮ সাল থেকে নির্মাণকাজ শুরু হয়েছিল এর। চীনের গ্লোবাল টাইমস পত্রিকায় বলা হয়, নামকরণের সনদপত্র হস্তান্তরের পর ফুজিয়ানকে কমান্ডিং অফিসারের কাছে হস্তান্তর করা হয়। এটি চীনের প্রথম পুরোপুরি স্থানীয়ভাবে নির্মিত বিমানবাহী রণতরী। এটি ডেক থেকে বিমান উড্ডয়ন ও অবতরণে ইলেক্ট্রোম্যাগনেটিক ক্যাটাপুল্ট ও এরেস্টিং ডিভাইস ব্যবহার করবে। এটি ৮০ হাজার টন মালামাল বহন করতে পারবে। চীনা পিপলস লিবারেশন আর্মি নেভিকে আধুনিকায়ন করার অংশ হিসেবে ফুজিয়ানের যাত্রা শুরু হয় বলে জানানো হয়েছে। বর্তমানে আরেকটি বিমানবাহী রণতরী নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া আরো দুটি বিমানবাহী রণতরী সক্রিয় রয়েছে। সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com