বিশেষ প্রতিনিধি \ শ্যামনগরে উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব, থানা মাদ্রাসার মুহতামিম ও উপজেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি আলহাজ্ব আব্দুল খালেক এর আম্মা মোছাঃ কুলসুম বিবি গত বৃহস্পতিবার রাত ১০ টায় বার্ধক্যজনিত কারণে নিজস্ব বাসভবনে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। ইন্নালিলাহি…………রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ৩ পুত্র, ২ কন্য সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার জুম্মার নামাজ বাদ উপজেলার নূরনগর দুরমুজখালী গ্রামের দক্ষিণ পাড়া বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে উপস্থিত হয় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জ্জামান সাঈদ, সাবেক অধ্যক্ষ মাওঃ ইসমাইল হোসেন, মাওঃ জুবায়ের হোসেন, মুফতি মাওছুফ সিদ্দিকী, মাস্টার আব্দুল ওয়াহেদ, সাংবাদিক এম কামরুজ্জামান, মাওঃ আবুল কালাম, মুফতি আব্দুল আলিম, আব্দুল হামিদ, মাওঃ নুরুল ইসলাম প্রমূখ। মরহুমার রুহের মাগফিরাত কামনা সহ তার জানাজার নামাজ পরিচালনা করেন তারই সুযোগ্য পুত্র উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল খালেক। জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।