মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

পদ্মা সেতু দেশকে নিয়েছে অনেক উচ্চতায় আর মাত্র ৭ দিন পর উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৮ জুন, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ দেশের সব প্রান্তে আনন্দ স্রোত, উৎসব, উচ্ছ¡াস আর আলোর বিচ্ছুরন। যতই দিন যাচ্ছে, সময় অতিক্রম হচ্ছে ততোই পদ্মা সেতু উদ্বোধনের সময় নিকটবর্তী, অতি নিকটবর্তি হচ্ছে, আর মাত্র ৭ দিন অর্থাৎ এক সপ্তাহ পরই সেই উন্নয়নমুখি, মর্যাদা সক্ষমতা কাঙ্খিত পদ্মা সেতুর শুভ উদ্বোধন। গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে দেশ এক নতুন যুগে, আলোক উজ্জ্বল যুগে প্রবেশ করবে। যে কোন দেশের উন্নয়নের, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের প্রসার তথা অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সহজলভ্য যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা অপরিহার্য। আমাদের জন্য আমাদের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে পদ্মা সেতু তেমনই এক ক্ষেত্র যা মহাক্ষেত্র হিসেবে চিহিৃত হয়েছে। পদ্মা পারের আনন্দ আয়োজন কেবল পদ্মা পারের নয়, আগামী ২৫ জুনের মহা আয়োজন, মহা উৎসব সমস্ত দেশে ছড়িয়ে পড়বে। ইতিমধ্যে পদ্মাসেতু উদ্বোধনের দিনে জেলায় জেলায় র‌্যালী ও সমাবেশের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী দিনটিতে বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত থাকবেন। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতেও ২৫ জুনের আনন্দ আয়োজন কে তথা পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান, পদ্মা সেতু, নির্মান সহ সব কিছু নিয়ে চলবে আয়োজন, দেশকে অনেক অনেক উচ্চতায় নিয়েছে পদ্মা সেতু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com