শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:০০ অপরাহ্ন

কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সম্মেলন সভাপতি সনৎ সাধারণ সম্পাদক মিলন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২

কালিগঞ্জ ব্যাুরো: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক সনদ কুমার গাইনের সভাপতিত্বে প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের ভার-প্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ, সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার মিলন কুমার ঘোষের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য-সচিব অসিত কুমার সেন, বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রনজিত কুমার সরকার, সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এ্যাড. সোমনাথ ব্যানার্জি, জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অসীম কুমার দাস সোনা, দেবহাটা উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অজয় কুমার ঘোষ প্রমুখ। দ্বিবার্ষিক সম্মেলন এর দ্বিতীয় পর্বে কালিগঞ্জ পুজা উদযাপন পরিষদ এর পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে পুনরায় অধ্যাপক সনৎ কুমার গাইন কে সভাপতি, ডাক্তার মিলন কুমার ঘোষ কে সাধারণ সম্পাদক ও গোবিন্দ মন্ডল কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ,কালীগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। এসময় কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক সদস্য, সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com