মেহেদি হাসান খলিষখালী পাটকেলঘাটা প্রতিনিধি \ পাটকেলঘাটার খলিষখালীতে বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে খলিষখালী দুধলী বিলে বজ্রপাতের ঘটনাটি ঘটে। নিহতের নিজাম গাজী (৫০)। সে টিকারামপুর গ্রামের মৃত সামসের গাজীর পুত্র । স্থানীয়রা জানায়,দুপুর ১টার গরুর জন্য ঘাস কাটতে বিলে যান মিজান। ওই সময় তার পাশে বজ্রপাত সৃষ্টি হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ব্যাক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক ছিলেন। বজ্রপাতে কৃষকের মৃত্যুত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।