স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদরের বৈকারী বিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুমে কমিটির সভাপতি শেখ মাহফুজুর রহমানের সভাপতিত্বে নতুন ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। উলেখ্য যে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর’র বিদ্যালয় পরিদর্শক ড. বিশ^াস শাহিন আহম্মদ স্বাক্ষরিত কর্তৃক গত ১৬ জুন স্বাক্ষরিত অনুমোদন দেওয়া হয়েছে। সভা শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি শেখ মাহফুজুর রহমান, সদস্য সচিব বিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ কাশেম, সাধারণ শিক্ষক সদস্য মো. তোতাউর রহমান, মো. রফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য নুরুন্নাহার, অভিভাবক শিক্ষক সদস্য মো. রুহুল কুদ্দুস, মো. সিরাজুল ইসলাম, মো. আবু বকর, মো. সেলিম কবীর, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোমতাজ খাতুন প্রমুখ।