শ্যামনগর ব্যুরোঃ শ্যামনগর পাবলিক লাইব্রেরিতে ভাব বাংলাদেশ কর্তৃক বই প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫ টায় উপজেলা পাবলিক লাইব্রেরিতে পাঠকদের বই পড়ার সুবিধার্থে স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশ কর্তৃক মুক্তিযুদ্ধ বিষয়ক বইসহ বিভিন্ন ক্যাটাগরির বই প্রদান করা হয়। বই প্রদান অনুষ্ঠানে পাবলিক লাইব্রেরির নিজস্ব হল রুমে পাবলিক লাইব্রেরীর সভাপতি ও উপজেলা নিবার্হী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ আশেক ই-এলাহী, সাবেক অধ্যক্ষ জি এম ওসমান গনি, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, পাবলিক লাইব্রেরির সাধারন সম্পাদক অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, অধ্যাপক শাহানা হামিদ, প্রভাষক আব্দুলাহ আল ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মূখার্জী, এ্যাডঃ জি এম মুনসুর রহমান, শিক্ষক রনজিৎ কুমার বর্মণ, ভাব এর ম্যানেজার আব্দুল আলিম প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত সকলেই লাইব্রেরীর পক্ষ থেকে ভাব বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।