স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা কদমতলা রসুলপুর সড়ক সামান্য বৃষ্টিতে হাটু পানি। পথচারীদের দুর্ভোগ চরমে, এযেন দেখার কেউ নেই। সরেজমিনে গিয়ে দেখা গেছে কদমতলা টু রসুলপুর সরকারী কবর স্থান সড়কের কদমতলা বাজার অংশে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শুধু তাই নই এই সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট ছোট গর্তে পূর্ণ। বিশেষ করে কদমতলা বাজার সংলগ্ন সড়কে ছোট গর্ত সৃষ্টি হয়ে সেটি বড় গর্তে পরিনত হয়েছে। একারনে সামান্য বৃষ্টিতে রাস্তা যেন পুকুরে পরিনত হয়েছে। এখানে রাস্তা কিংবা পুকুর সেটি বোঝার কোন উপায় নেই। যাত্রী সাধারন চলাচলের সময় অতি সাবধানে এবং পরিধানকৃত পোশাক রক্ষার জন্য নিবিড় ভাবে রাস্তা পার হতে দেখা যাচ্ছে। কোন ব্যক্তি রাস্তা দিয়ে চলতে থাকলে অন্য কেউ ঐ ব্যক্তিকে নিরাপদে চলার জন্য নির্দেশনা দিচ্ছে। এখানে শেষ নই হঠাৎ কোন ব্যক্তি ঐ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে অসাবধানতা বশত পড়ে গিয়ে পরিধানকৃত পোশাক কাদা, বালি, খোয়া মিশ্রিত পানিতে নষ্ট করে ফেলছে। এতে তার গন্তব্যে পৌছাতে লোক লজ্জায় পড়তে হচ্ছে। এই পথে আগতদের চরম দুর্ভোগ নিয়ে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয় নেতৃবৃন্দ দ্রুত রাস্তাটি উচু করন ও পানি চলাচলের জন্য ড্রেনেজ ব্যবস্থা চালুর জন্য পৌর মেয়র, কাউন্সিলর সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে ৯নং ওয়ার্ড কাউন্সিলর শফিক-উদ-দৌলা সাগর দৃষ্টিপাতকে জানান, কদমতলা বাজার সংলগ্ন রসুলপুর রাস্তায় বার বার ভারী মালবাহী ট্রাক অবস্থান করায় রাস্তাটি বসে গেছে। পরিবহন রাখা ব্যবসায়ীদের বারবার অনুরোধ করা সত্তে¡ও তারা শোনেন না। এখন বৃষ্টিতে পানি জমেছে। জন সাধারনের চলাচলের জন্য আজ পানি কেটে বের করে দেওয়ার ব্যবস্থা করবো।