মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ অল্প সময়ের ব্যবধানে কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্যসহ তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার সাতক্ষীরা সিবি হাসপাতালে সাবেক ইউপি সদস্য আলহাজ্ব শেখ মহিউদ্দীন (৮৭) ইন্তেকাল করেন (ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন তিনি শারীরিক বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৭ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। বাদ আসর গণপতি উত্তর পাড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। অপরদিকে গতকাল দুপুর পৌনে ২টার নাজিমগঞ্জ বাজারে রেডিমেড সেন্টারের স্বত্বাধিকারী বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী আলম কারিগরের পিতা প্রবীণ ব্যবসায়ী হোসেন আলী কারিকর (৮৯) বার্ধক্য জনিত কারণে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। এর আগে সকাল পৌনে ১০টার দিকে এলাকার পলী চিকিৎসক রাজু আহমেদ খানের পিতা মাষ্টার গোলাম মোস্তফা খান (৬৫) হার্ট ব্লক হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত রজিবর রহমান খানের ছেলে। সন্ধ্যার পর জানাজা শেষে প্রত্যেকের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।