শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নূরনগরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী প্রতিযোগিতা ও সংস্কৃতি অনুষ্ঠান শ্যামনগরে পানি সংরক্ষনের জন্য ড্রাম বিতরণ শ্যামনগরে সুপেয় পানির আরও প্লান্ট উদ্বোধন করলেন ইউএনও রনী খাতুন জলাভূমির অস্তিত্ব বিপন্ন হতে দেওয়া যাবে না কর্মশালায় অতিরিক্ত সচিব মোঃ আক্তারুজ্জামান শিবপুর ও কুশখালীর জলাবদ্ধতা এলাকা পরিদর্শনে সদর ইউএনও আশাশুনিতে তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত আশাশুনিতে শাক—সবজী বীজ বিতরণ ও চাষী প্রশিক্ষন কয়রায় শিশুদের আনন্দদানে ও মেধা বিকাশে শিশু মেলা নতুন নির্বাচনী সামগ্রীতে এয়োদশ সংসদ নির্বাচন ## প্রয়োজনের অতিরিক্ত মালামাল কেনায় নিরুৎসাহিত এবং ব্যয় সংকোচনের পরামর্শ কমিশনের ## তিন লাখ ভোট কক্ষের জন্য ৭০ ধরণের সামগ্রী, সময় লাগবে ৬—৭ মাস ## দ্বাদশ সংসদের বেশির ভাগ মালামাল ব্যবহারে অনুপযোগী জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান আজ

পাইকগাছায় লোনাপানি গবেষণা কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২০ জুন, ২০২২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ খুলনার পাইকগাছায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ২০২১-২২ এবং প্রকল্প প্রস্তাবনা ২০২২-২৩ প্রণয়ন বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন রোববার সকালে কেন্দ্রের অডিটরিয়ামে লোপাকে’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. মোঃ লতিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, খুলনা-৬ সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, বিএফআরআই ময়মনসিংহ এর পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) ড. মোঃ খলিলুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিন এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আব্দুর রউফ, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, খুবির এফএমআরটি ডিসিপ্লিন এর প্রফেসর ড. খন্দকার আনিসুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ মন্ডল। প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করেন, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ হাশমি সাকিব, মোঃ মতিউর রহমান, শরিফুল ইসলাম রুবেল, বৈজ্ঞানিক কর্মকর্তা শাওন আহম্মেদ, মোঃ মাসুদুর রহমান, রাফিয়া আফরিন, শাহনাজ পারভীন, রিয়াজ মোর্শেদ রঞ্জু, মোঃ আবু নাসের। উপস্থিত ছিলেন, উপ-পরিচালক মুহাম্মদ কামরুল হক, বিএডিসি’র সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ হারুন, বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মামুনুর রহমান সহ মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ও অত্র এলাকার চিংড়ি ও মৎস্য চাষীবৃন্দ। কর্মশালায় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেন, বর্তমান কৃষিবান্ধব শেখ হাসিনার সরকার কৃষি এবং কৃষকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এ খাতের উন্নয়নে নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে। যার ফলে গত ১ দশকের ব্যবধানে কৃষি, মৎস্য ও খাদ্যের উৎপাদন কয়েকগুণ বেড়েছে। বর্তমানে দেশে খাদ্যের পাশাপাশি মাছ ও মাংসের কোন ঘাটতি নেই উলে­খ করে এমপি বাবু বলেন, উপকূলীয় অঞ্চলের ভেটকি সহ যে সব মৎস্য বিলুপ্তির পথে এসব প্রজাতি সংরক্ষণে গবেষকদের এগিয়ে আসতে হবে। তিনি পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ করার মাধ্যমে গবেষণা ও উৎপাদন বাড়ানোর উপর গুরুতারোপ করে। স্থানীয় এ সংসদ সদস্য বলেন, পদ্মাসেতু ওপেন হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। এ অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনৈতিক বিপ্লব ঘটবে। তিনি বিষ দিয়ে মাছ না ধরার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com