সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ৮ম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সচেতন সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠিই গণতন্ত্রের রক্ষা কবচ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল ১০টায় ইনস্টিটিশন অব ডিপ্লোমা ইনজিনিয়াস, বাংলাদেশ (আইডিবি), কাকরাইল ঢাকায় অনুষ্ঠিত হয়। ড. হামিদা হোসেনের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আলী আকবর খান, সাবেক নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, বরেণ্য অর্থনীতিবিদ ড.অহেদউদ্দীন মাহমুদ, সুজনের কেন্দ্রীয় সম্পাদক ড.বদিউল আলম মজুমদার, সহ সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ সৈয়দ আবু নাসের, নির্বাহী সদস্য বিচারপতি এম এ মতিন, ড. তোফায়েল আহমেদ, আলী ইমাম মজুমদার, অধ্যাপক রুবায়েত ফেরদৌস, ড. শাহনাজ হুদা, প্রকৌশলী রুদ্র আরিফ, প্রফেসর মুহাম্মাদ সিকান্দার খান, শফিউদ্দীন চৌধুরী, আকবর হোসেন, প্রফেসর গাজী জাহিদ হোসেন, হাসান আহমেদ কিরণ প্রমুখ। অনুষ্ঠানে সাতক্ষীরার প্রতিনিধিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর কার্যনির্বাহী সদস্য সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েনের সভাপতি ও দৈনিক ভোরের পাতা’র জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমান।-প্রেস বিজ্ঞপ্তি