আশাশুনি প্ররতিনিধি \ আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম এবং থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর সাথে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশানের (ফারিয়া) নব নির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয় ও অফিসার ইনচার্জের কার্যালয় পৃথক পৃথক মতবিনিময় সভা শেষে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় উপস্থিত ছিলেন আশাশুনি ফারিয়ার নবনির্বাচিত সভাপতি জিস্কা ফার্মাসিউটিক্যালস’র মনিরুজ্জামান মনির, নবনির্বাচিত সাধারণ সম্পাদক গুড লাইফ ল্যাবরেটরিজ লিঃ এর এস, কে হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, কোষাধ্যক্ষ এপেক্স ফার্মাসিউটিক্যালস’র রাশিদুজ্জামান রাশিদ, প্রচার সম্পপাদ প্রজ্ঞার মুস্তাকিম বিলাহসহ অন্যান্য নেতৃবৃন্দ। মতবিনিময়কালে ফারিয়ার নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় উপজেলা চেয়ারম্যান সকল সময় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং নকল ঔষধ মুক্ত আশাশুনি করতে সবার সহযোগিতা কামনা করেন।