শেখ মনিরুল ইসলাম বাবু গাবুরা প্রতিনিধি \ গাবুরার ৯নং সোরা গ্রামে সমন্বিত চাষ ও সুপেয় পানি নিশ্চিত করণে সাজেদা ফাউন্ডেশনের অর্থায়নে এবং সিএনআরএস সংস্থার উদ্যোগে কৃষি জমি ও খাবার পানির পুকুর খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল, এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় ইউ.পি সদস্য জি.এম মঞ্জুর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিএনআরএস সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, পিন্টু, সিপিজি’র সদস্য জয়নাব খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সিএনআরএস কর্মকর্তা শহিদুল ইসলাম দৈনিক দৃষ্টিপাত প্রতিবেদককে জানান, ঘুর্ণিঝড় জলোচ্ছ্বাস ও নদী ভাঙ্গনে অন্যান্য ইউনিয়নের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হয় গাবুরা। নষ্ট হয় কৃষি জমি ও খাবার পানির পুকুর। তারই প্রেক্ষিতে আমরা এমন উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য গাবুরার দারিদ্র্য ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা করা। সাজেদা ফাউন্ডেশনের অর্থায়নে সিএনআরএস সংস্থা ইতি মধ্যে বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রম হাতে নিয়েছেন।