বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে মৎস্যজীবিদের মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী দেশের সামুদ্রিক জলসীমায় ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মৎস্য আহরনে সরকারি নিষেধাজ্ঞা থাকায় জেলেদের জন্য মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় গতকাল রবিবার সকাল ১০ টায় ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রথম দফায় ৩০ জন জেলেদের মাথাপিছু ৬৫ কেজি করে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়। বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মৎস্যজীবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলেদের মাঝে মানবিক সহায়তার চাউল প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জি এম শোকর আলী। এসময় উপস্থিত ছিলেন ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উপজেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আলী আশরাফ, হতদরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী মৎস্যজীবী সমিতির উপজেলা শাখার সভাপতি মোঃ মনসুর আলম, জাতীয় মৎস্যজীবী সমিতির প্রতিনিধি আদম আলী, আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিনিধি মোঃ আব্দুল মজিদ সহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।