বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ শেখ হাসিনা পরিবারের দুর্নীতি: ৮ মেগা প্রকল্পের সব নথি তলব দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে শেখ হাসিনাকে ফেরত আনতে কূটনৈতিক চ্যানেলে চেষ্টা করা হচ্ছে: চিফ প্রসিকিউটর ঢাকা—খুলনা রুটে নতুন ট্রেন চলাচল শুরু, উচ্ছ্বসিত যাত্রীরা যারা গণহত্যায় জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন দেশের তিন পরিবেশ আদালতে আইনি বাধায় পর্যাপ্ত মামলা নেই সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

গাবুরায় নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দুইগ্রুপের সংঘর্ষ \ আহত ১৭

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২০ জুন, ২০২২

গাবুরা প্রতিনিধি \ গাবুরায় সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মশিউর রহমান ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইব্রাহিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ ১৭ জন আহত হয়েছেন। গতকাল বেলা ২টায় গাবুরার পাশ্বেমারি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় এক নারীসহ উভয় পক্ষের ১৭ জনকে শ্যামনগর, সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর থেকে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জানা যায়, রোববার সকালে কপোতাক্ষ নদীতে জাল ফেলাকে কেন্দ্র করে আব্দুল হালিম, মুকুল, আব্দুর রাজ্জাক সরদার ও আব্দুর রউফসহ ইউপি সদস্য মশিউর রহমানের কয়েকজন সমর্থক কবিরুল ইসলাম নামে এক জেলেকে মারধর করে। বিষয়টি জানতে পেরে ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থী ইব্রাহিম হোসেন ১০-১২ জন কর্মী-সমর্থককে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে কবিরুলকে মারধরের প্রতিবাদ জানায়। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে হামলা ও পাল্টা হামলায় জড়িয়ে পড়েন তারা। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর বুড়িগোলয়ালীনি নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় প্রতিপক্ষের ছোড়া ইট-পাটকেলসহ দেশীয় অস্ত্রের আঘাতে ইব্রাহিম গ্রুপের মুজিবর খান (৪৫), আবুল কালাম (৪০), জাহিদ হাসান, (২৩), দিদারুল ইসলাম (৩২), সিরাজুল ইসলাম (২৮), আবু সুফিয়ান (৩২), আছাদুল ইসলাম (২১), আব্দুল মান্নান মোল্যা (৫২) ও মশিউর গ্রুপের তৈয়েব আলী (২৫), হালিমা বেগম (৪৫), সফিকুল (২৮), শাহানুর (৩৮), কোহিনুর (৩৫), মোজাহিদ (২৪), এজারুল (২৬) সহ অন্তত ১৭ জন আহত হন। তবে মারাত্বকভাবে আহত হালিমা বেগম, তৈয়েব ও মুজিবর খানসহ কয়েকজনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের বিষয়ে মশিউর রহমান জানান, বিনা উস্কানিতে ইব্রাহিমের লোকজন তার কর্মী সমর্থকদের উপর হামলা করে। এসময় গ্রামবাসী বেরিয়ে এসে সংঘর্ষে লিপ্ত হলে তার ৮-৯ জন কর্মী সমর্থক আহত হয়। ইব্রাহিম হোসেন জানান, তার কর্মীকে মারধরের বিষয়ে জানতে গেলে মশিউরের লোকজন তাদেরকে আহত করেন। পরবর্তীতে সে খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে যায়। তারও ৭-৮ জন কর্মী সমর্থক আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com