আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাশিরামপুরে পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তিতে অবৈধ পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, শোভনালী ইউনিয়নের বাশিরামপুর গ্রামে বদরতলা বাজার থেকে পারুলিয়া গামি রাস্তার পাশে এ অবৈধ পাকা স্থাপনা নির্মাণ করছে বাশিরামপুর গ্রামের বজলু মোল্যার ছেলে কামরুল ইসলাম মোল্যা। অবৈধ স্থাপনা নির্মাণের স্থানে সাংবাদিকের উপস্থিতি বুঝতে পেরে তাড়াহুড়ো করে মটরসাইকেল যোগে স্থান ত্যাগ করেন কামরুল। এসময় কাজে নিয়োজিত শ্রমিকদের থেকে জানা যায় সেখানে পোল্ট্রি খামার করা হচ্ছে। শোভনালী ইউনিয়ন সহকারি ভুমি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, কয়েক বছর থেকে কামরুল ইসলাম মোল্যা সেখানে বিল্ডিং বানিয়ে টাইলস লাগিয়ে বসবাস করে আসছে। সম্প্রতি আবারও সে অবৈধ ভাবে পাকা স্থাপনা নির্মাণ করছে। সে কাহকেই তোয়াক্কা করে না। যেহেতু নালিশি সম্পত্তি পানি উন্নয়ন বোর্ডের সেহেতু আমি তার উপর জোর খাটাতে পারছি না। সম্প্রতি খননকৃত নদীর পাশে এভাবে একের পর এক অবৈধ স্থাপনা তৈরি করতে থাকলে মৃত প্রায় নদীটি আবারও প্রান হারিয়ে ফেলবে। নদীর ধারে খাস সম্পত্তিতে এসব অবৈধ স্থাপনা বন্ধের দাবিতে কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।