রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কালিগঞ্জে পানি নিষ্কাশনের জায়গা দোকান নির্মাণের অভিযোগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুন, ২০২২

কালিগঞ্জ (সদর) প্রতিনিধিঃ কালিগঞ্জে পানি নিষ্কাশনের কালভার্টের মুখ ভরাট করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মূড়াগাছা গ্রামে ঘটেছে। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে এলাকাবাসী। অভিযোগ সুত্রে জানাগেছে, ধলবাড়িয়া ইউনিয়নের পিরোজপুর কালভার্ট দিয়ে মাদকাটি, মুড়াগাছা, উচ্ছেপাড়া ও পিরোজপুর গ্রামের পানি নিষ্কাশন হয়। কিন্তু গত এক সপ্তাহ আগে মুড়াগাছা গ্রামের মৃত হাজের আলীর পুত্র হাবিবুর রহমান ঐ কালভার্টের মুখে মাটি দিয়ে ভরাট করে দোকান ঘর নির্মাণ করছে। মাটি ভরাট করার সময় স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী বাঁধা প্রদান করেন তাকে। কিন্তু কারো কথায় কর্নপাত না করে সে দোকান ঘর নির্মাণ কাজ অব্যাহত রেখেছে । সরকারি কালভার্টটি বন্ধ করার ফলে ঐ এলাকার ১ হাজার বিঘা ফসলি জমি, পুকুর, বসতভিটা পানির তলে নিমজ্জিত থাকবে। যার ফলে কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়বে। এছাড়া ক্ষতিগ্রস্ত হবে এলাকার কৃষক। দোকান ঘর নির্মাণের করার বিষয়ে জানতে চাইলে দখলকারী হাবিবুর রহমান বলেন, চেয়ারম্যান সাহেবের অনুমতি নিয়ে দোকান ঘর নির্মাণ করছি। আমি পানি নিষ্কাশনের পথ রেখে মাটি ভরাট করেছি। চেয়ারম্যান বললে সরকারি জমি দখল করতে আর কোন অনুমতি লাগেনা বলে তিনি জানান। এবিষয়ে জানতে চাইলে ধলবাড়ী ইউনিয়ন পরিষদের চেযারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন বলেন, পানি নিষ্কাশনের জায়গায় ভরাট করে দোকান নির্মাণের অনুমতি দেয়নি। ঐখানে হাবিবুরের টল দোকান ছিল। এজন্য দোকান করা তার জন্য সঠিক আছে। কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি রোকনুজ্জামান বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ এখনো তিনি পাননি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com