কালিগঞ্জ (সদর) প্রতিনিধি ঃ সাতক্ষীরার কালিগঞ্জে মাঘের শেষে আকস্মিক বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। শুক্রবার সকাল থেকে গুড়ীগুড়ী বৃষ্টি হলেও বেলা ১২টার দিকে মুষলধারে বৃষ্টিতে সাধারণ মানুষ পড়ে বিপাকে। সেই সাথে জেকে বসে শীত। এতে উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ভোগান্তি বেড়ে যায় পথচারীদের। অন্যদিকে, মাঘের শেষে এই বৃষ্টির কারণে উপজেলার আলু ও পেয়াজ চাষীদের অপূরণীয় ক্ষতির আশংকা করছেন স্থানীয় কৃষকরা। পথচারী হাসানূর রহমান জানান, বাসা থেকে বের হওয়ার পর হঠাৎই বৃষ্টি শুরু হয়েছে। রাস্তায় পানি জমে যাওয়ায় চলাচলে একটু সমস্যা হয়েছিল। তিনি আগামী বর্ষা মৌসুমের আগেই পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান। পানিয়া গ্রামের আলুচাষী আবুল হোসেন বলেন, আচমকা বৃষ্টি হওয়ায় আলুর ক্ষেত তলিয়ে যায়, পানি সরাতে পারলেও রোদ হলে আলু পঁচে যাওয়ার সম্ভাবনা আছে।