এফএনএস স্পোর্টস: বঙ্গবন্ধু রাগবি সিরিজে প্রথম ম্যাচ জিতে এগিয়ে গেছে বাংলাদেশ। সেভেন-এ সাইডের খেলাতে নেপালকে ২০-০ পয়েন্ট হারিয়েছে স্বাগতিকরা। মঙ্গলবার সকালে আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকরা শুরু থেকে ম্যাচের লাগাম নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। অধিনায়ক নাদিম সর্বোচ্চ ১০ পয়েন্ট সংগ্রহ করেন। এ ছাড়া আনোয়ারুজ্জামন ও সোহেল আহমেদ ৫ পয়েন্ট পেয়েছেন। বিকালে একই স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে দুই দল। বাংলাদেশ-নেপাল সিরিজের উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় আরও উপস্থিত ছিলেন এশিয়ান রাগবির সভাপতি কায়েস আব্দুলাহ আল ধালাইসহ অন্যরা।