এফএনএস: বাগেরহাটের মোড়েলগঞ্জে নিজ রান্নাঘর থেকে মোকলেসুর রহমান খান (৭৫) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার মধ্য তেলিগাতী এলাকা থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। মোকলেসুর মধ্যম তেলিগাতী গ্রামের মৃত আবদুর রহিম খানের ছেলে। তিনি ৭ সন্তানের জনক। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে মোকলেসুর একাই বাড়িতে ছিলেন। কারা কি কারণে মোকলেসুরকে গলা কেটে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তার গলা অর্ধেকের বেশি কেটে ফেলা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য বাচ্চু খান বলেন, রাতে একাই বাড়িতে ছিলেন বৃদ্ধ মোকলেসুর। সকালে তার প্রতিবেশী এক নারী বৃদ্ধ মোকলেসুরের লাশ দেখতে পায় রান্নাঘরে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। মোড়েলগঞ্জে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, মোকলেসুর রহমান নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। হত্যার রহস্য উদঘাটনে আমরা কাজ শুরু করেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।