আশাশুনি প্ররতিনিধি \ আশাশুনির কুল্যা ইউনিয়নের আগরদাড়ি রহিমিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন কেন্দ্রিক প্রতিপক্ষের ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও আশাশুনি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল আলিম কর্তৃক লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, আগরদাঁড়ি রহিমিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন আগামী ২৩জুন (বৃৃৃহস্পতিবা)। কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের মৃত সিরাজ উদ্দিন সরদারের ছেলে ওমর সাকি ফেরদৌস পলাশ সম্পূর্ণ বেআইনি ভাবে আগরদাঁড়ি রহিমিয়া মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলের শিক্ষার্থীর অভিভাবকদের বাড়ি বাড়ি গিয়ে তাঁর কথা মতো ভোট দিতে হবে বলে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। গত মঙ্গলবার (২০জুন) রাত ১১ঘটিকার দিকে কচুয়া গ্রামের অভিভাবক ভোটার সফর আলী বাড়িতে যান তিনি (ওমর সাকি ফেরদৌস পলাশ)। সেখানে আমার সমর্থিত অভিভাবক মিজানুর রহমান তার নিজ বাড়ির সামনে রাস্তায় উপস্থিত হলে সে উত্তেজিত হয়ে তাকে (মিজানুরকে) অকথ্য ভাষায় গালিগালাজ করে অপদস্ত করে। আমার সমর্থিত মিজানুর রহমানকে সে বলে আমার কথা না মানলে বা না শুনলে ২৫ তারিখের পরে তার লাশ ফেলে দেওয়া হবে এবং সে আরও বলে তোর প্রার্থীদের জানাবি আগামীকাল থেকে পথে ঘটে যেখানে তাদের পাবো সেখানেই বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখবো। চলে যাওয়ার সময় পলাশ আরও বলে, তোর ভোট মোবাইলে ছবি তুলে দেখাতে হবে অথবা ব্যালট আমার কাছে এনে দিতে হবে। ২০জুন রাতের ঘটনার সত্যতা স্বীকার করেছেন অভিভাবক মিজানুর রহমান। এ ব্যাপারে ওমর সাকি ফেরদৌস পলাশ বলেন, এধরণের কোন ঘটনা ঘটেনি।