দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউপির ঘোজা গ্রামের মৃত দুলাল চন্দ্র মলিকের কন্যা রেবা রানী নিজ জমি জোরপূর্বক দখল করে নেওয়া ও প্রাণনাশের হুমকি প্রদান করার অভিযোগ তার ২ ভাইয়ের বিরুদ্ধে। এই বিষয়ে গত ২৭ তারিখে রেবা রানী সরকার বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন ভাই গৌতম মালিক ও উত্তম মলিকের বিরুদ্ধে। অভিযোগ পাইয়া থানার এসআই রহিম উভয়পক্ষকে ৩১মে বিকালে থানায় বসিয়া একটি মীমাংসাপত্র স্বাক্ষর করায়। সত্ত সাপেক্ষে রেবা রানীর সম্পত্তি ১০ দিনের ভিতরে উভয়ের খরচে মৎস্য ঘেরের ভেড়ি বাধ নির্মাণ করিয়া দিবে, গৌতম মলিক ও উত্তম মলিক। এবং বড় ভাই প্রসেনজিৎ মলিক এর ক্রয় কৃত সম্পত্তিতে যে ঘর নির্মাণ করছে তা ১৫ দিনের মধ্যে সরাইয়া নিবে। প্রসেনজিৎ মলিকের ক্রয় কৃত সম্পত্তি ও পৈত্রিক সম্পত্তি ডিসেম্বর মাসের মধ্যে ছাড়িয়া দিবে এই বলে মীমাংসাপত্রে উভয়পক্ষের স্বাক্ষর করে। পরবর্তীতে মীমাংসা পত্র শর্ত অনুযায়ী কাজ না করায় রেবা রানী সরকার ইং গত ৭ জুন কালিগঞ্জ থানায় এজাহার দায়ের করেন ঐ ভাইদের বিরুদ্ধে পররের দিন কালিগঞ্জ থানায় নিয়মিত মামলা হয় ঐ সম্পত্তি বেবী রানীর পিতামাতা জীবিত থাকা অবস্থায় সকলের সম্মতিতে রেজিষ্ট্রি করে দেন, সেই থেকে তারা দখলে রয়েছে। বর্তমানে উক্ত মামলার আসামিগং রেবা রানী সরকার ও প্রসেনজিৎ মলিকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি প্রদান করছে ও জমিতে যেতে বাধা প্রদান করছে। এই বিষয়ে ভুক্তভোগী রেবা সরকার ও বড় ভাই প্রসেনজিৎ মলিক মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সুবিচার কামনা করছে।