কালিগঞ্জ ব্যারো ঃ কালিগঞ্জে ট্রানজিশন স্টাটেজি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে কালিগঞ্জ অফিসার্স কল্যাণ ক্লাবে ইউএসএ আই ডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন সংস্থা নবযাত্রার ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে উইনডক ইন্টারন্যাশনালের কো-অর্ডিনেটর কৃষ্ণা চক্রবর্ত্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন সিনি: অপারেশন ম্যানেজার আশিষ কুমার হালদার, সোস্যাল ইনক্লুশান স্পেশালিষ্ট মোক্তার হোসেন, মার্কেট সিস্টেমস স্পেশালিষ্ট সৈয়দ ইশতিয়াক আহমেদ প্রমূখ। এ সময় ইয়ুথ ফেলোশিপ সদস্য, উপজেলার বিভিন্ন ক্লাবের সভাপতি / সম্পাদক, ব্যাবসায়ী, ভিলেজ এজেন্ট সাংবাদিক সহ এলএস পির সদস্যরা উপস্থিত ছিলেন।