কুলিয়া প্রতিনিধি \ কুলিয়ার সুবর্ণবাদের সেন্ট্রাল হাইস্কুল সুবর্ণাবাদ এর সভাপতি নির্বাচিত হলেন চেয়ারম্যান আসাদুল হক। গতকাল সকল সদস্যের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে তিনি সভাপতি হন। প্রধান শিক্ষক এ,এফ,এম আব্দুলাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত নির্বাচনী সভায় সর্বসম্মতক্রমে অপরাপর সদস্যরা হলেন, দাতা সদস্য প্রকাশ চন্দ্রমন্ডল, নির্বাচিত সদস্যরা হলেন অজয় মন্ডল, হিরন কুমার মন্ডল, আলমগীর খান, মোস্তাফিজুর রহমান, আমেনা খাতুন, শিক্ষক প্রতিনিধি স্বস্তি সুন্দর গাতিদার সাবিকুন্নাহার প্রমুখ। প্রধান শিক্ষক জানান নব নির্বাচিত পরিচালনা পর্ষদ সভাপতির নেতৃত্বে বিদ্যালয় অধিকতর উন্নয়নের দ্বারে পৌছাবে, তিনি অতীতেও বিদ্যালয়ের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছেন। এলাকাবাসি সহ অভিভাবক মহল, ও শিক্ষকরা নব নির্বাচিত সভাপতি সহ সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।