স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় আ’লীগ নেতা সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান মোশা দূর্বৃত্তের ছোড়া গুলিতে আহত হয়েছে। ঘটনাটি গতকাল বেলা সাড়ে ১২টায় সদরের সাতানী মোড় এলাকায় ঘটে। আহত ফজলুর রহমান মোশা ঘোনা ইউপির সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা ও শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ। স্থানীয় সূত্রে জানাগেছে, অধ্যক্ষ ফজলুর রহমান কলেজ থেকে মোটর সাইকেলে বাসায় যাচ্ছিল। সাতানী মোড় এলাকায় পৌছালে মটর সাইকেলে থাকা হেলমেট পরিহিত ব্যক্তি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পায়ে লাগে। এসময় তিনি পড়ে যায়, স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অধ্যক্ষ ফজলুর রহমান জানান তাকে হত্যা উদ্দেশ্যে গুলি ছুড়ে স্থানীয়রা পায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি আহত হয়েছেন। এ বিষয়ে সদর থানার ওসি স ম কাইয়ুম দৃষ্টিপাতকে জানান দূর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে গিয়েছে। ঘটনা স্থান পরিদর্শন করেছি। এখনও কোন অভিযোগ দেইনি তবে পুলিশের ঘটনায় জড়িতদের গ্রেফতার চেষ্টা চলছে।