রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কালিগঞ্জে ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ২ আহত ১

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২২ জুন, ২০২২

মাসুদ পারভেজ কালিগঞ্জ (সদর) থেকে \ কালিগঞ্জে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ গুরুতর আহত হয়েছে আরো ১ জন। মর্মান্তিক ঘটনাটি গতকাল বেলা সাড়ে ৩ টার উপজেলার মৌতলা বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করতে পারলেও চালক ও হেলপারকে আটক করতে পারেনি পুলিশ। নিহতরা হলেন সুজিত কাপালি শ্যামনগর উপজেলার পদ্দপুকুর ইউনিয়নের খুঁটিকাটা গ্রামের মৃত হরিপদ মন্ডলের পুত্র ও সুজিত মন্ডল একই ইউনিয়নের কামালগাতী গ্রামের তারাপদ কাপালির ছেলে। আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, সুজিত কাপালি ও সুজিত মন্ডল সাতক্ষীরা থেকে পাসপোর্ট নিয়ে বাড়িতে ফিরছিল। কালিগঞ্জ-মুন্সিগঞ্জ মহাসড়কের মৌতলা বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি পিকআপ ওভারটেক করতে যায় চালক সুজিত কাপালি। এসময় বিপরীতে মুখি একটি ট্রাকের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সুজিত কাপালিকে মৃত ঘোষণা করেন। আশাংকাজনক অবস্থায় সুজিত মন্ডলকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তার মৃত্যু হয়। কালিগঞ্জ থানার ওসি হালিমুর রহমান বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন লিখিত অভিযোগ থানায় দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com