তালা প্রতিনিধি \ তালায় বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলেক্ষ্যে তালা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি উপশহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিলন রায় ও সাধারন সম্পাদক ফারদিন এহসান দ্বীপ প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।