শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

পূর্ব শত্র“তার জেরে একজনকে পিটিয়ে জখম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুন, ২০২২

স্টাফ রিপোর্টার: পূর্ব শত্রুতার জেরধরে কিশোর সাবের হোসেনকে পিটিয়ে আহত করা হয়েছে। গত বুধবার সন্ধা আনুমানিক ৭টায় আশাশুনিতে কুল্যা মাদারবাড়িয়া ঘটে। আহত ওই কিশোরের সাবের হোসেন(১৪) সে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের রেজাউল করিমের ছেলে ও শাহ্ মো. ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। স্থানীয় সূত্রে জানাগেছে গত বুধবার সন্ধা সাবের হোসেন স্যালাইন ও কলম ক্রয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মাদারবাড়িয়া শওকতের মোড় আকতার ও নিজামউদ্দীনের দোকানের মধ্যবর্তি স্থানে পৌছালে পূর্ব শত্রুতার জেরধরে একই এলাকার মৃত আব্দুল করিম সরদারের ছেলে হাবিবুর রহমান, জিয়াউর সরদার, ওজিয়ার এবং মৃত আব্দুল খালেক সরদারের ছেলে মুক্তার সরদার সহ আরো ৪/৫জন সন্ত্রাসী লোহার রড, জিআই পাইপ ও বাঁশের লাঠি নিয়ে সাবের হোসেন কে বেধড় মারপিট করে। এসময় কিশোর সাবের হোসেনের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা সাবের হোসেনকে ফেলে রেখে ঘটনাস্থ থেকে পালিয়ে যায়। আহতের স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ওই রাতেই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com