স্টাফ রিপোর্টার: সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত হওয়ায় সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতিকে অভিনন্দন জানান পৌরবাসী। বেলা ১১টায় মেয়র তাজকিন আহমেদ চিশতি পৌরসভার মেয়রের আসনে বসেন। এ সময় পৌর সভার নাগরিকরা মানুষ ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি বিতরণের মধ্যদিয়ে মেয়রকে শুভেচ্ছা জানান। ফুলেল শুভেচ্ছা জানাতে আসা পৌরসভার বাসিন্দারা জানান, বরখাস্তের আদেশ স্থগিত হওয়ায় জননন্দিত মেয়র তাজকিন আহমেদ চিশতিকে অভিনন্দন জানাতে এসেছি। আমরা তার কাছে সাতক্ষীরা পৌরসভার সার্বিক উন্নয়ন প্রত্যাশা করি। পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি বলেন, আমি সবার দোয়া ও সহযোগিতা চাই। পৌরসভার উন্নয়নে ও মানুষের কল্যানে জন্য কাজ করছি। সকলের সার্বিক সহযোগিতায় একটি মডেল পৌরসভা হিসেবে উপহার দিতে পারবো। উলেখ্য, গত ১৫ জুন তাজকিন আহমেদকে সাময়িক বরখাস্ত করে চিঠি দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়। ঐ বরখাস্তের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রীট পিটিশন দায়ের করেন মেয়র তাজকিন আহমেদ চিশতি। বুধবার রীটের প্রাথমিক শুনানী অন্তে আদালত সাতক্ষীরার মেয়রের সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেন। সাথে সাথে তার বিরুদ্ধে করা তদন্ত রিপোর্ট কেন অবৈধ হবে না