স্টাফ রিপোর্টার \ প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রমকে গতিশীল এবং অধিকতর স¤প্রসারনের লক্ষে গতকাল জেলা শিল্পকলা চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান। এ সময় উদ্বোধক বলেন আমাদের শিক্ষার্থীদের কে মানবতাবোধে জাগ্রত হতে হবে। হলদে পাখি কার্যক্রম সম্পর্কে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, প্রচলিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি কপুরক হিসেবে নিয়োজিত প্রশিক্ষণ ও পরিকল্পিত অনুশীলনের মাধ্যমে শিশু কিশোর যুব গোষ্ঠী, বালিকা, কিশোরী ও তরুনীদের দেশ ও বিশ্বের যোগ্য নাগরিক এবং মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষে স্কাউটস ও গার্লস গাইড আন্দোলনের ভূমিকা ও অবদান আজ বিশ্বব্যাপী স্বীকৃত। বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সাতক্ষীরা শাখার আয়োজনে উক্ত বৃক্ষ বিতরন ও রোপন কার্যক্রম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।