দেবহাটা অফিস \ বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে দেবহাটা উপজেলা আওয়ামীলীগ। গতকাল বর্ণাঢ্য আয়োজনে, উৎসবমুখর পরিবেশে কেক কাটা, র্যালী ও আলোচনা সবায় উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা অংশ নেন। র্যালী শেষে পারুলিয়াস্থ আবু রায়হান চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আ’লীগ নেতা আনোয়ারুল হক, শেখ ফারুক হোসেন, সরদার আমজাদ হোসেন, প্রাক্তন চেয়ারম্যান সাইফুল ইসলাম, আরশাদ আলী মোল্যা, মনিরুল ইসলাম মনি, ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, আজহারুল ইসলাম, শেখ মোনায়েম হোসেন, আলমগীর হোসেন সাহেব আলী, আঃ হান্নান, বিধান বর্মন, রবিউল মেম্বর, যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্নুর, বিজয় ঘোষ প্রমুখ।