সড়ক দূর্ঘটনা মানব ঘাতক হিসেবে পরিচিতি পেয়েছে। বর্তমান সময় গুলোতে বাংলাদেশ সড়ক দূর্ঘটনায় অনেক দুর এগিয়েছে। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ বর্তমান সময়ে বহুবিধ বিষয়ে এগিয়ে আছে। বিশ্বের দেশে দেশে আমাদের দেশের সুনাম ও সুখ্যাতি ব্যাপক ভাবে অগ্রগামী, আর উক্ত সুনাম আর সুখ্যাতিকে মলিন করে দিচ্ছে দেশের সড়ক দূর্ঘটনা। এমন কোন দিন নেই, এমন কোন সময় নেই যে দিনে বা সময়ে আমাদের দেশের সড়ক ও মহাসড়কগুলোতে সড়ক দূর্ঘটনা ঘটছে না, এবং সড়কে ও মহাসড়কে আহতদের আর্তনাদ আর নিহতদের পরিবার পরিজনের বুক ভরা কান্না যে কোন মানুষ কে কাঁদিয়ে ছাড়ছে। সাতক্ষীরার বাস্তবতায় থেমে নেই সড়ক দূর্ঘটনা। এই জেলার অতি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক হিসেবে বিবেচিত সাতক্ষীরা কালিগঞ্জ সড়ক এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। সড়ক গুলোতে দূর্ঘটনার অন্যতম কারন হিসেবে চিহিৃত হচ্ছে তথা কথিত যানবাহন মহেন্দ্র, ইজিবাইক, নছিমন, করিমন সহ এই জাতীয় যানবাহন, সড়ক দূর্ঘটনায় আরও কারন গুলোর মধ্যে যানবাহন চালকদের নিয়ন্ত্রনহীন গতিতে অর্থাৎ যানবাহন চালনা করলে সেই যানবাহনের নিয়ন্ত্রন করা দুরুহ অন্যদিকে স্বাভাবিক নিয়মে অপেক্ষাকৃত কম গতিতে যানবাহন চালনা করলে দূর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে। সড়কে সড়কে দূর্ঘটনা নয়, রক্তঝরা জয়, লাশ নয়, নিরাপদ সড়কই একমাত্র সমাধান, সড়ক ও মহাসড়ক গুলো নিরাপদ রাখাই বর্তমানের সর্বাপেক্ষা কাজ।