কালিগঞ্জ প্রতিনিধি\ সংগ্রাম, উন্নয়ন ও অর্জনের গৌরবদীপ্ত পথ চলায় বাংলাদেশ আ‘লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র্যালি, কেক-কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা আ’লীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে উপজেলা আ‘লীগ কার্যালয় থেকে ব্যান্ড বাদ্য বাঁজিয়ে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে কাঁকশিয়ালী সেতু সংলগ্ম বঙ্গবন্ধু‘র ম্যুরালের পাদদেশ উপজেলা আ‘লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংদস সদস্য ডাঃ আ.ফ.ম রুহুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম, জগলুল হায়দার। উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোটর পরিচালনায় এসময় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের অন্যতম সদস্য এ্যাডঃ মোজাহার হোসেন কান্টু, উপজেলা আ‘লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়র মেহেদী হাসান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সজল মুখার্জী, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল, আ’লীগ নেতা শেখ শাহিনুর রহমান শাহিন, শেখ জালাল উদ্দিন, কাজী আব্দুর রহমান, ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, ইউনিয়ন আ‘লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান জামু, ছাত্রলীগ নেতা ওসমান, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি, নারী নেত্রী মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, শ্যামলী রানী অধিকারী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালাল, সাধারণ আব্দুস সবুর, উপজেলা মহিলা আ‘লীগে সভানেত্রী জেবুন্নেছা জেবু, যুব মহিলা আ‘লীগে সভানেত্রী ফতেমা ইসলাম রিক্তা প্রমুখ। এসময় উপজেলা আ’লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।