স্টাফ রিপোর্টার ঃ চারিদিকে আনন্দ স্রোত, পাওয়ার খুশি, উৎসবের অধির ছোয়া জমকালো সব আনন্দ আয়োজন, স্বপ্নপুরনের দুর্বার উচ্ছ¡াস, বাংলাদেশের নতুন যাত্রার সম্মিলন, দেশের সম্মান আর মর্যয়াদার মহাক্ষেত্র, বাংলাদেশ পারে এবং পেরেছে। দিকে দিকে সর্বত্র পথে প্রান্তরে যেন আনন্দের সীমাহীনতা, দিগন্ত বিস্তৃত মাঠ হাট বাজার, মেঠো পথ, শহরের প্রান চাঞ্চল্যতা সব খানেই যেন প্রাপ্তির মহা ধুমধামের স্রোত, হ্যাঁ বাংলাদেশের সতের কোটি মানুষের স্বপ্ন পুরন সে তো মাত্র ১ দিন পরেই উন্মোচিত হবে। পদ্মা সেতু, আমাদের পদ্মা সেতু, বাংলাদেশের পদ্মা সেতু, বহুল কাঙ্খিত, প্রত্যাশিত, হার না মানা বাংলাদেশের অন্যতম সৃষ্টি পদ্মা সেতু, এই সেতুর রুপকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আর মাত্র ১ দিন পর অর্থাৎ আগামী কাল উদ্বোধন করবেন। বিশ্বের দেশে দেশে, বিশ্বের সব প্রান্তকে ছুইছে পদ্মা সেতু তৈরীর অনবদ্য সৃষ্টি। কোন কিছুই অসম্ভব নয়, যদি তা দৃঢ়তার সাথে, সম্মান রক্ষায়, মর্যাদা প্রতিষ্ঠায় করা হয়। আমাদের প্রধানমন্ত্রী সেদিন বিশ্ববাসিকে জানান দিয়ে ছিলেন বিশ্বব্যাংক বা অপরাপর আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান গুলোর কাছে দেশের সম্মান বিকিয়ে দিয়ে আমরা পদ্মা সেতুর করবো না। আমরা আমাদের নিজেদের অর্থ দিয়ে পদ্মা সেতু নির্মান করবো। প্রধানমন্ত্রীর সেই দৃঢ়তা, ঘোষনা বাস্তবতা হলো, পদ্মা পারের জনগোষ্ঠীর পাশাপাশি সাতক্ষীরার জন সাধারন ও এই মহা আয়োজনে অংশ নিচ্ছে।