শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১২:১৪ অপরাহ্ন

আশাশুনিতে স্বশস্ত্র হামলায় নগদ টাকা ধান লুট

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৫ জুন, ২০২২

বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে দিবালোকে দেশী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে নগদ ৪ লক্ষ ৩০ হাজার টাকা ও ২০১ বস্তা ধান লুটের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারী উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের মৃত ছদর উদ্দিন সরদারের ছেলে ব্যবসায়ী আঃ হালিম সরদার বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। মামলার আরজি সূত্রে জানাগেছে, ৩০ বছরের পুরাতন ধান ব্যবসায়ী আঃ হালিম ২০১ বস্তা ধান ক্রয় করে নাকনা দ্বোশালী খেয়াঘাটে রেখে ১৭ জুন বাড়িতে টাকা নিতে আসেন। বাড়ি থেকে ৪ লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে খেয়াঘাটে যাওয়ার পথে নাকনা গ্রামে পৌছলে কাপসন্ডা গ্রামের আয়ুব আলি সানার ছেলে মফিজুল, কয়রা উপজেলার গিলাবাড়ী গ্রামের আবুল কালাম সানার ছেলে জিয়ারুল, জয়নুল, আবু জাফর, মৃত ছোরমান আলী সানার ছেলে আবুল কালাম, ছালাম সানার ছেলে সোয়েব, কালামের মেয়ে আজমিরা রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড, কুড়াল দেখিয়ে তার ব্যাগে থাকা টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকারে মসজিদের মুসল­ীরা বেরিয়ে এলে তারা দ্রুত ৪টি মোটরসাইকেলে স্থান ত্যাগ করে। এসময় ছিনতাইকারীর স্যামসং মোবাইল ফোন (নং-০১৯৬৬০২৬৩২৪) ফেলে যায়। উপরোক্ত ছিনতাইকারীরাসহ অজ্ঞাত নামা আরও ১২/১৪ জন দ্বোশালী খেয়াঘাটে গিয়ে তার রাখা ২০১ বস্তা ধান (যার মূল্য ৩ লক্ষ ৬১ হাজার ৮০০ টাকা) ট্রলারে উঠিয়ে নিয়ে চলে যায়। এব্যাপারে ব্যবসায়ী আব্দুল হালিম সরদার বাদী হয়ে বিজ্ঞ আমলী আদালত ০৮ নং আদালত সাতক্ষীরায় সিআর ১৮৬/২২ (আশাঃ) দায়ের করেছেন। বিজ্ঞ আদলত সিআইডিকে ঘটনা তদন্তের আদেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com